• Home
  • About Us
  • Contact Us
  • Services
  • Appointment Terms
  • ID Registration Terms
  • Circular
Be a SAMS'S Member

ইতিহাসের পাতা থেকে-(মুঘল গ্যালারী)
সুলতানি শাসন ১৫২৬ থেকে ১৮৫৭ সাল এবং ক্রমধারাঃ

1. জহিরউদ্দিন মুহাম্মদ বাবর
জন্ম-২৩ ফেব্রুয়ারি ১৪৮৩
শাসনকাল-৩০ এপ্রিল ১৫২৬ হইতে ২৬ ডিসেম্বর ১৫৩০ বাবা ও মায়ের দিক থেকে যথাক্রমে তৈমুর লং ও চেঙ্গিস খানের বংশধর। পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদীকে পরাজিত করে বাবর মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন।
মৃত্যু-১৫৩০ সনে, ২৬ ডিসেম্বর, ৪৭ বছর বয়সে মৃত্যু বরন করেন
2. নাসিরউদ্দিন মুহাম্মদ হুমায়ুন
জন্ম- ১৭ মার্চ ১৫০৮
শাসনকাল- ২৬ ডিসেম্বর ১৫৩০ হইতে ১৭ মে ১৫৪০ এবং ২২ ফেব্রুয়ারি ১৫৫৫ হইতে ১৫৫৬.সুরি সম্রাট শের শাহ সুরির হাতে ক্ষমতাচ্যুত হন। ১৫৫৫ সালে পুনরায় ক্ষমতা দখলে সক্ষম হন। এর অল্পকাল পর দুর্ঘটনায় মারা যান।
মৃত্যু-২৭ জানুয়ারি ১৫৫৬, ৪৭ বছর বয়সে মৃত্যু বরন করেন
3. জালালউদ্দিন মুহাম্মদ আকবর:
জন্ম-১৪ অক্টোবর
শাসন কাল-১৫৪২, ২৭ জানুয়ারি ১৫৫৬ হইতে ২৭ অক্টোবর ১৬০৫. আকবর ও বৈরাম খান পানিপথের দ্বিতীয় যুদ্ধে হিমুকে পরাজিত করেন। চিতোরগড় অবরোধে আকবর সফল হন। আকবর সাম্রাজ্যকে বহু দূর পর্যন্ত বিস্তৃত করেন এবং মুঘল শাসকদের মধ্যে তিনি সবচেয়ে উল্লেখযোগ্য বিবেচিত হন। রাজপুত রাজকন্যা মরিয়ম উজ জামানিকে আকবর বিয়ে করেছিলেন। লাহোর দুর্গ আকবরের সময় নির্মিত অন্যতম বিখ্যাত স্থাপনা।তিনি দীন-ই ইলাহি ধর্মের প্রবর্তক। মৃত্যু-২৭ অক্টোবর ১৬০৫, ৬৩ বছর বয়সে মৃত্যু বরন করেন
4. নূরউদ্দিন মুহাম্মদ সেলিম জাহাঙ্গীর
জন্ম-২০ সেপ্টেম্বর ১৫৬৯.
শাসন কাল-১৫ অক্টোবর ১৬০৫ – ৮ নভেম্বর ১৬২৭.মুঘল সম্রাটদের মধ্যে জাহাঙ্গীর সর্বপ্রথম পিতার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। তিনি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্পর্ক স্থাপন করেন। তিনি মদ্যপ ছিলেন বলে উল্লেখ করা হয়। তার স্ত্রী সম্রাজ্ঞী নূর জাহান এসময় মূল ক্ষমতাশালী হয়ে উঠেন। মৃত্যু- ৮ নভেম্বর ১৬২৭ (৫৮ বছর)
5.শাহাবুদ্দিন মুহাম্মদ খুররম শাহজাহান-এ-আজম
জন্ম-৫ জানুয়ারি ১৫৯২
শাসন কাল-৮ নভেম্বর ১৬২৭ – ২ আগস্ট ১৬৫৮,শাহজাহানের যুগে মুঘল শিল্প ও স্থাপত্য সমৃদ্ধির শীর্ষে পৌছায়। তিনি তাজমহল, দিল্লি জামে মসজিদ, লালকেল্লা, জাহাঙ্গীরের মাজার, শালিমার বাগান নির্মাণ করেছেন।
মৃত্যু-২২ জানুয়ারি ১৬৬৬ (৭৪ বছর)
6. মুহিউদ্দিন মুহাম্মদ আওরঙ্গজেব আলমগীর
জন্ম-৪ নভেম্বর ১৬১৮
শাসন কাল- ৩১ জুলাই ১৬৫৮ – ৩ মার্চ ১৭০৭.আওরঙ্গজেব শরিয়া আইনের প্রচলন পুনরায় শুরু করেন। ফতোয়া-ই-আলমগীরি নামক আইন সংকলন তার সময় প্রণীত হয়। গোলকুন্ডা সালতানাতের হীরার খনি তিনি জয় করেছিলেন। জীবনের শেষ ২৭ বছরের অধিকাংশ সময়
মৃত্যু- ৩ মার্চ ১৭০৭ (৮৮ বছর)
7. কুতুবউদ্দিন মুহাম্মদ আজম শাহ
জন্ম- ২৮ জুন ১৬৫৩
শাসন কাল-১৪ মার্চ ১৭০৭ – ৮ জুন ১৭০৭
মৃত্যু-৮ জুন ১৭০৭ (৫৩ বছর)
8. মির্জা মুহাম্মদ মুয়াজ্জম বাহাদুর প্রথম শাহ
জন্ম- ১৪ অক্টোবর ১৬৪৩
শাসন কাল-১৯ জুন ১৭০৭ – ২৭ ফেব্রুয়ারি ১৭১২.তিনি মারাঠাদের সাথে সমঝোতা করেন, রাজপুতদের শান্ত করেন এবং পাঞ্জাবের শিখদের সাথে বন্ধুত্বপূর্ণ অবস্থানে আসেন।
মৃত্যু-২৭ ফেব্রুয়ারি ১৭১২ (৬৮ বছর)
9. মুইজউদ্দিন মুহাম্মদ জাহানদার শাহ
জন্ম- ৯ মে ১৬৬১
শাসন কাল- ২৭ ফেব্রুয়ারি ১৭১২ – ১১ ফেব্রুয়ারি ১৭১৩

মৃত্যু- ১২ ফেব্রুয়ারি ১৭১৩ (৫১ বছর)
10. মুইনউদ্দিন মুহাম্মদ ফররুখসিয়ার
জন্ম- ২০ আগস্ট ১৬৮৫
শাসন কাল- ১১ জানুয়ারি ১৭১৩ – ২৮ ফেব্রুয়ারি ১৭১৯. ১৭১৭ সালে একটি ফরমানের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে শুল্ক ছাড়া বাংলায় বাণিজ্য করার অনুমতি দেন। সৈয়দ ভাইরা তার সময়ে ক্ষমতাশালী হয়ে উঠে।
মৃত্যু- ২৯ এপ্রিল ১৭১৯ (৩৩ বছর)
11. শামসউদ্দিন মুহাম্মদ রাফি উল-দারজাত
জন্ম- ৩০ নভেম্বর ১৬৯৯
শাসন কাল- ২৮ ফেব্রুয়ারি – ৬ জুন ১৭১৯
মৃত্যু- ৯ জুন ১৭১৯ (১৯ বছর)
12. রাফি-উদ্দিন মুহাম্মদ দ্বিতীয় শাহজাহান
জন্ম- জুন ১৬৯৬
শাসন কাল- ৬ জুন ১৭১৯ – ১৯ সেপ্টেম্বর ১৭১৯
মৃত্যু-১৯ সেপ্টেম্বর ১৭১৯ (২৩ বছর)
13. নাসিরউদ্দিন মুহাম্মদ শাহ
জন্ম- ১৭ আগস্ট ১৭০২
শাসন কাল- ২৭ সেপ্টেম্বর ১৭১৯ – ২৬ এপ্রিল ১৭৪৮,সৈয়দ ভাইদের হাত থেকে নিস্কৃতি পান। মারাঠাদের সাথে দীর্ঘ লড়াইয়ে দক্ষিণাত্য ও মালওয়া হারান। শাসনামলে নাদির শাহের আক্রমণ হয়। সাম্রাজ্যের উপর কার্যকর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম শেষ সম্রাট। |
মৃত্যু-২৬ এপ্রিল ১৭৪৮ (৪৫ বছর)
14. মুজাহিদউদ্দিন মুহাম্মদ আহমেদ শাহ বাহাদুর
জন্ম- ২৩ ডিসেম্বর ১৭২৫
শাসন কাল-২৬ এপ্রিল ১৭৪৮ – ২ জুন ১৭৫৪,সিকান্দারাবাদের যুদ্ধে মারাঠাদের বিপক্ষে মুঘলদের পরাজয়.
মৃত্যু-১ জানুয়ারি ১৭৭৫ (৪৯ বছর)
15. আজিজউদ্দিন মুহাম্মদ দ্বিতীয় আলমগীর
জন্ম- ৬ জুন ১৬৯৯
শাসন কাল- ২ জুন ১৭৫৪ – ২৯ নভেম্বর ১৭৫৯,উজির গাজিউদ্দিন খান ফিরোজ জঙের আধিপত্য .
মৃত্যু- ২৯ নভেম্বর ১৭৫৯ (৬০ বছর)
16. মুহিউল মিল্লাত তৃতীয় শাহজাহান
জন্ম- ১৭১১
শাসন কাল- ১০ ডিসেম্বর ১৭৫৯ – ১০ অক্টোবর ১৭৬০
মৃত্যু-১৭৭২
17. জালালউদ্দিন মুহাম্মদ দ্বিতীয় শাহআলম
জন্ম- ২৫ জুন ১৭২৮
শাসন কাল-১০ অক্টোবর ১৭৬০ – ৩১ জুলাই ১৭৮৮ এবং ১৬ অক্টোবর ১৭৮৮ - ১৯ নভেম্বর ১৮০৬.মারাঠারা তাকে মুঘল সম্রাট হিসেবে মেনে নেয়। পরে ১৭৬১ সালে পানিপথের তৃতীয় যুদ্ধের পর আহমেদ শাহ দুররানি কর্তৃক ভারতের সম্রাট স্বীকৃত হন। ১৭৬৪ সালে মুঘল সম্রাট, আওধের নবাব এবং বাংলা ও বিহারের নবাবের সম্মিলিত শক্তি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে বক্সারের যুদ্ধে পরাজিত হয়। যুদ্ধে পরাজয়ের পর দ্বিতীয় শাহ আলম এলাহাবাদের উদ্দেশ্যে দিল্লি ত্যাগ করেন। এলাহাবাদের চুক্তির মাধ্যমে হানাহানি বন্ধ হয়। ১৭৭২ সালে মারাঠা নিরাপত্তায় তাকে মুঘল সিংহাসনে বসানো হয়।[৪৩] তার শাসনামলে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় মুঘল নিজামত বিলুপ্ত করে। মৃত্যু-১৯ নভেম্বর ১৮০৬ (৭৮ বছর)
18. বিদার বাখত মাহমুদ শাহ বাহাদুর জাহান শাহ চতুর্থ শাহজাহান
জন্ম- ১৭৪৯
শাসন কাল-৩১ জুলাই ১৭৮৮ – ১১ অক্টোবর ১৭৮৮,
মৃত্যু-১৭৯০ (৪০-৪১ বছর)
19. মুইনউদ্দিন মুহাম্মদ দ্বিতীয় আকবর শাহ
জন্ম- ২২ এপ্রিল ১৭৬০
শাসন কাল- ১৯ নভেম্বর ১৮০৬ – ২৮ সেপ্টেম্বর ১৮৩৭, ইঙ্গ-মারাঠা যুদ্ধের পর দ্বিতীয় আকবর শাহ ব্রিটিশ পেনশনভোগী হয়ে পড়েন। ব্রিটিশ নিরাপত্তায় তিনি আনুষ্ঠানিক প্রধান ছিলেন।
মৃত্যু-২৮ সেপ্টেম্বর ১৮৩৭ (৭৭ বছর)
20. বাহাদুর শাহ জাফর দ্বিতীয় বাহাদুর শাহ
জন্ম-২৪ অক্টোবর ১৭৭৫
শাসন কাল-২৮ সেপ্টেম্বর ১৮৩৭ – ১৪ সেপ্টেম্বর ১৮৫৭ (১৯ বছর ৩৫১ দিন), শেষ মুঘল সম্রাট। সিপাহী বিদ্রোহের পর তাকে বন্দী করে রেঙ্গুনে নির্বাসন দেয়া হয়। এর মাধ্যমে মুঘল সাম্রাজ্যের সমাপ্তি ঘটে। তিনি রেঙ্গুনে মারা যান।
মৃত্যু-৭ নভেম্বর ১৮৬২

Useful Links

  • Home
  • Career
  • Contact
  • About SAMS
  • History of SAMS

Important Link

  • Gallery-Advertisement
  • Gallery-Pride of Bangladesh
  • Gallery-Invite People
  • ID Registration & Service Rules
  • Privacy policy
  • Terms of service

Social Links

© Copyright All right reserved: SAMS Social Services & Marketing Co.