Welcome to the World of ‘SAMS’
‘শামস’ কি, কেন?
‘শামস’ এর ভুবনে আপনাকে স্বাগতম, ‘শামস’ কি,কেন জানুন। ‘শামস’ কে আমরা ‘শামস’ সোশ্যাল সার্ভিসেস এন্ড মার্কেটিং কোং নামে অভিহিত করি।
‘শামস’ একটি পেশাদার বিপণন সংস্থা। ‘শামস’ একটি আরবী শব্দ যার অর্থ ‘সূর্য’। ‘শামস’ এর পূর্ণ রূপ সোশ্যাল আর্কাইভ এন্ড মিডিয়া সার্ভিসেস। সূর্য যেমন বিশাল গভীরতা ও গুণবলীর প্রতীক। যেমনি ভাবে 'সূর্য' রাতকে বিধুরিত করে দিনের আলোয় উদ্ভাসিত করে, আমরাও তেমনি কর্মসংস্থান ও সমাজকর্মের মাধ্যমে, হালাল ও উচ্চ বেতন ভুক্তি পারিতোষিক আয়ের মাধ্যম, দারিদ্র্য মুক্ত উন্নত দেশ গড়ে সমাজ থেকে হতাশা, দারিদ্রতার অভিশাপ মুক্ত করে জীবন মানের উন্নয়ন ঘটিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিব। ‘শামস’একটি ডিজিটাল তথ্য সংরক্ষনাগার ও ইলেক্ট্রোনিক তথ্য সম্প্রচার কেন্দ্র, যেখানে ব্যাক্তিগত ও সামাজিক তথ্য সংরক্ষন করা যাবে, শিক্ষা, সুস্বাস্থ ও উন্নত স্বাস্থ সেবা প্রদান করা হবে ইনশায়াল্লাহ।
ইউনিভার্সাল সংরক্ষনাগার কি ?
اِنَّ عَلَیۡكُمۡ لَحٰفِظِیۡ- সুরা আল ইন ফিতার,আয়াত ১০. আল্লাহ্ সুবহানাল্লাহু তায়ালা সংরক্ষণাগারের বিষয়ে কি বলেছেন তা জানার জন্য আপণাকে আমন্ত্রণ, আল্লাহ্ সুবহানাল্লাহু তায়ালা সুরা আল ইন ফিতার,আয়াত ১০-এ বলেছেন, নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগন রয়েছে অর্থাৎ তোমাদের কর্মবিধি লিপিবদ্ধ করার জন্য কেরামন কাতেবিন নিযুক্ত আছেন। সুত্র-আল-বায়ান।
Activists কে, আমরা কেন Activists হবো ?
Activists অর্থ কোন কাজে সক্রিয় অংশগ্রহণকারী সামাজিক আন্দোলন কর্মী। নিবেদিতভাবে সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোন কাজেরই সফলতা আসে না। তাই সফলতার জন্য সবাইকে সমাজ উন্নয়নের উদ্দেশ্যে, সামাজিক, অর্থনৈতিক সংস্কার, সমর্থন ও প্রচেষ্টার আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করা অপরিহার্য। যে ব্যক্তি সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য সক্রিয় চেষ্টা করে তাকে বলা হয় সক্রিয় আন্দোলনকর্মী।
আমরা এখানে সামাজিক, অর্থনৈতিক সংস্কার ও উন্নয়ন কাজের জন্য ‘শামস’ এর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন ঘটিয়ে সমাজ থেকে দা্রিদ্রতার অভিশাপ মুক্ত করে জীবন, জীবিকার উন্নয়ন করব ইনশায়াল্লাহ। অতএব সামাজিক, অর্থনৈতিক উন্নয়ন, দা্রিদ্রতার অভিশাপ মুক্ত সমাজ গড়ার মূল চালিকা শক্তি Activists বা সক্রিয় অংশগ্রহণ করা। আল্লাহ সুবহানআল্লাহু তায়ালা সূরা আল জুমুআহ, আয়াত-১০ এ বলেছেন- فَاِذَا قُضِيَتِ الصَّلٰوةُ فَانْتَشِرُوْا فِى الْاَرْضِ وَابْتَغُوْا مِنْ فَضْلِ اللّٰهِ وَاذْكُرُوا اللّٰهَ كَثِيْرًا لَّعَلَّكُمْ تُفْلِحُوْنَ নামাজ শেষে যমীনে ছড়িয়ে পড়, আর আল্লাহর অনুগ্রহ সন্ধান কর এবং আল্লাহকে বেশি বেশি স্মরণ করতে থাক- যাতে তোমরা সাফলতা লাভ করতে পার। সূরা আল জুমুআহ, আয়াত-১০ এর তাৎপর্য হল কোন কাজে নিবেদিতভাবে সক্রিয় অংশগ্রহণ ছাড়া সফলতা আসে না।
Career গঠনে সঠিক সিদ্ধান্ত নিন।
সঠিক সিদ্ধান্ত বাছাইয়ের জন্য আপনাকে শামস’এর ভুবনে স্বাগতম। সিদ্ধান্ত বাছাইয়ের জন্য নিম্ম Criteria বা মানদণ্ড গুলো যাচাই করে সিদ্ধান্ত নিন।
- দুনিয়াতে বাচতে হলে উপার্জন করতে হবে।
- উপার্জন হতে হবে হালাল পথে উচ্চ বেতন ভুক্তি পারিতোষিকের মাধ্যমে।
- রোজগার হতে হবে উন্নত জীবন মানের চলার সহায়ক হালাল ও উচ্চতর বেতন।
‘শামস’ এর সাথে Career গঠনে সঠিক সিদ্ধান্ত নিয়ে কর্মজীবন গড়ে তুলুন এবং উচ্চ ও হালাল অর্জনের মাধ্যমে নিজের জীবন গড়ুন, জীবন থেকে হতাশা,দারিদ্রতার অভিশাপকে মুক্ত করুন।
আপনি Career গঠনে ‘শামস’ কে কেন পছন্দ করবেন ?
‘শাম’স’ এর ভুবনে আপনাকে স্বাগতম, ‘শাম’স’ এর সাথে আপনি কেন আপনার কেরিয়ার গড়বেন জানুন। ‘SAMS’একটি পেশাগত সামাজিক বিপণন ও মার্কেটিং কোম্পানি। ‘শামস’ একটি আরবী শব্দ, যার অর্থ "সূর্য", ‘শাম’স’এর পূর্ণ রূপ সোশ্যাল আর্কাইভ এন্ড মিডিয়া সার্ভিসেস। সূর্য যেমন বিশাল গভীরতা ও গুণবলীর প্রতীক। যেমনি ভাবে 'সূর্য' রাতকে বিধুরিত করে দিনের আলোয় উদ্ভাসিত করে, আমরাও তেমনি কর্মসংস্থান ও সমাজকর্মের মাধ্যমে হালাল ও উচ্চ বেতন ভুক্তি পারিতোষিক আয়ের মাধ্যমে দারিদ্র্য মুক্ত উন্নত দেশ গড়ে সমাজ থেকে হতাশা, দারিদ্রতার অভিশাপ মুক্ত করে জীবন মানের উন্নয়ন ঘটিয়ে প্রতিটি মানুষের ঘরে ঘরে উন্নয়নের ছোঁয়ায় ভরিয়ে দিব।তাই প্রতিটি চট্পটে, বুদ্ধিমান, ‘শামস’ এর সাথে কেরিয়ার গড়ে উচ্চ ও হালাল অর্জনের মাধ্যমে নিজের জীবন গড়ুন, সমাজ উন্নয়নের মাধ্যমে সমাজ থেকে হতাশা, দারিদ্রতার অভিশাপকে মুক্ত করুন।
'শামস’ একটি সমাজকর্ম,সমাজ বিপ্লব ও সপ্ন পুরনের নূতন সিড়ি
'শামস’ কি, কেন দেখার জন্য আমন্ত্রণ। ‘শামস’ একটি ডিজিটাল তথ্য সংরক্ষনাগার ও ইলেক্ট্রোনিক তথ্য সম্প্রচার কেন্দ্র, যেখানে আপনি নুন্যতম চার্জের বিনিময়ে আপনার জীবনি ও তথ্যাবলি সংরক্ষন করতে পারবেন, যাহা আপনার জীবনি ও তথ্য সংরক্ষনে সর্বোত্তম সংরক্ষণাগার, যা জীবনে কোন দিন নষ্ট হবে না, হারিয়ে যাবেনা।
আপনার চাহিদা মোতাবেক যখন তখন পেতে পারেন, শিক্ষা কার্যক্রম এবং ভার্চুয়াল ই- লারনিং শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ সেবা কেন্দ্র ও ভার্চুয়াল স্বাস্থ সেবা সার্ভিস ও বিনোদন কেন্দ্র, ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষনাগারের ডিজিটাল প্ল্যাটফর্ম। ‘শামস’ একটি সমাজকর্ম ও সমাজ বিপ্লবের নাম, যেখানে গভেষনা ও বিশ্লেষনের মাধ্যমে জীবন ও জিবিকার উন্নয়নে দেশ ব্যাপী ভিবিন্ন সেক্টরে সরকারের অনুমোদন সাপেক্ষে কর্মসংস্থান সৃষ্টি করে, দারিদ্র্য মুক্ত উন্নত দেশ গড়া যাবে, আন্তরজাতিক মানের শিক্ষা, স্বাস্থ সেবা ও বিনোদন মূলক ব্যবস্থা চালু করা যাবে, গ্রাহকের সঙ্গে সরাসরি যোগাযোগ করে সচেতনতা বৃদ্ধি করে, সচ্ছলতা ও জীবন মানের উন্নয়ন করে, উন্নত পরিবার, সমাজ ও দেশ গড়ে, সমাজকর্ম ও সমাজ বিপ্লবের মাধ্যমে বিশাল কর্মক্ষেত্র তৈরি করে নিশ্চিন্তে দারিদ্র মুক্ত উন্নত দেশ ও সমাজ বাস্তবায়ন করা যাবে। গভেষনায় আরও দেখা গেছে, বিশ্বের প্রথম কাতারের দেশগুলোর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, চীন, আয়ারল্যান্, সিঙ্গাপুর এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সমাজকর্ম পেশায় অগ্রগামী, তাই নির্দ্বিধায় আমরা আমাদের সাধারান জনগণকে উন্নয়নের স্রতে প্রবাহিত করে সমাজকর্ম ও সমাজ বিপ্লবের মাধ্যমে বিশাল কর্মক্ষেত্র তৈরি করে নিশ্চিন্তে দারিদ্র মুক্ত দেশ ও উন্নত সমাজ গড়ে তুলতে পারি। তাই শামস’ এর সাথে যুক্ত হয়ে আপনি এখনি পেতে পারেন আপনার জীবনের একটি স্বর্ণালী সুযোগ এবং এটাই হতে পারে আপনার সপ্ন পুরনের নূতন সিড়ি।
‘শামস’ এর কাজ কি, কি?
নিম্মে দেয়া ‘শামস’ কাজ কি, কি, দেখার জন্য আমন্ত্রণ।
The Nature & Field of SAMS
বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করতে সরকারের সকল আইনি অনুমোদন সাপেক্ষে ‘শামস’ এর মাধ্যমে সারাদেশ ব্যাপি কার্যক্রম পরিচালনা করিবে।
SAMS.News24
সোশ্যাল আর্কাইভ ও জারনালিজম ভিত্তিক ‘শামস’ নিউজ24’ রাউণ্ড দ্যা ক্লক, খবর ও বিজ্ঞাপন সার্বক্ষনিক সমপ্রচার করে সাধারন মানুষের দোর গোরায় পৌঁছে দেয়া হবে।
Social Storage
‘শামস সফ্টওয়্যার ভিত্তিক একটি তথ্য সংরক্ষণাগার ও ইলেক্ট্রোনিক তথ্য সম্প্রচার কেন্দ্র, যেখানে নুন্যতম চার্জের বিনিময়ে আপনার ব্যক্তিগত, পারিবারিক তথ্য, গল্প, ছবি, অডিও, ভিডিও, দলিল, দস্তাবেজসহ গোপনীয় নথিপত্র, প্রশাসনিক ও ঐতিহাসিক তথ্য সংরক্ষন করা যাবে, যা জীবনে কোন দিন নষ্ট হবে না, হারিয়ে যাবেনা। আপনার চাহিদা মোতাবেক যখন তখন পেতে পারেন।
Work Place & Employment
‘শামস’ ভিত্তিক কর্মক্ষেত্র তৈরি করে,হতাশাগ্রস্ত চাকুরী বিহীন বেকার যুবকদের কর্মসংস্থানের মাধ্যমে,অর্থনৈতিক অর্জনের ব্যবস্থা করে দারিদ্রতা দূর করে উন্নত জীবণ মানের উন্নতির ব্যবস্থা করা যাবে,যাতে তাহারা সুখী ও সমৃদ্ধ জীবন যাপন করতে পারে।
Standard Education & Virtual E-Learning
‘শামস’ ষ্ট্যাণ্ডার্ড আধুনিক কারিকুলাম ভিত্তিক নীতিগত শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও ভার্চুয়াল ই-লারনিং শিক্ষা,সাধারান শিক্ষার দোর গোরায় পৌঁছিয়ে এবং এমসিকিউ প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়ন করা হবে।
Health Care Center & Virtual Health Care Services
‘শামস’ ভিত্তিক সারা দেশ ব্যাপী স্বাস্থ সেবা ও ভার্চুয়াল স্বাস্থ সেবার মাধ্যমে সাধারন মানুষের দোর গোরায় পৌঁছে দিয়ে সুস্বাস্থের নিশ্চয়তা প্রদান করা হবে।
Amusement & Enjoyment
‘শামস’ অঞ্চল ভিত্তিক বিনোদন মূলক বস্তু নিষ্ঠ ও নীতিগত বিনোদনের ব্যবস্থা থাকবে যেমন গান,সিনেমা,সার্কাস,যোগব্যায়াম এবং এমসিকিউ প্রতিযোগিতা,যার মাধ্যমে মানুষ আনন্দ,উল্লাস ও মনোতৃপ্তি উপভোগ করতে পারবে।
SAMS Welfare Trust কি, কেন ?
SAMS Welfare Trust কি,কেন জানার জন্য আমন্ত্রণ। SAMS Welfare Trust একটি জনকল্যাণ মূলক প্রতিষ্ঠান। ‘শামস এর কার্যক্রমের উপর ভিত্তিকরে SAMS Welfare Trust Complex প্রতিষ্ঠা করা হবে। যেখানে থাকবে মসজিদ, মাদ্রাশা, এতিমখানা, ওল্ডহোম, সেফহোম,কা রিগরি ট্রেনিং সেন্টার ও হাশপাতাল। যাহা বাস্তবায়ন করে প্রতিটি সেবা সাধারন মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হবে ইনশাআল্লাহ।
নিয়োগ শর্তাবলী-Appointment Terms & Conditions
১. পদ ও দায়িত্বঃ
আপনাকে এক্সিকিউটিব অফিসার পদে নিয়োগ দেয়া হবে। আপনার দায়িত্ব ও কর্তব্য আইডি রেজিশট্রেসন শর্তাবলী ও সার্ভিস রুলের বিবরণ অনুযায়ী পালন করতে হবে।
২. নিয়োগের ধরন ও অর্জনঃ
২.১.আমাদের বিআইডি (BID) রেজিশট্রেসন প্রক্রিয়াটিই একটি নিয়োগ প্রক্রিয়া।এই নিয়োগটি কমিশন ভিত্তিক প্রোবেশনারী এক্সিকিউটিব অফিসার হিসাবে কার্যকর হবে। প্রতিষ্ঠানের নীতি অনুযায়ী তা পরিবর্তন বা নবায়ন হতে পারে।এই নিয়োগ প্রক্রিয়াটি গতানুগতিক চাকুরির উর্ধে, আপনার কর্ম যোগ্যতার উপর ভিত্তি করে প্রমোশন যোগ্য, উচ্চ বেতন ও হালাল অর্জনের নিশ্চয়তা প্রদান করে।
২.২. কোম্পানি চাকুরীর শর্তাবলীতে যে কোন সেবার পরিবর্তন আনা, বন্ধ করা বা অ্যাকাউন্ট ব্লক করার অধিকার সংরক্ষণ করে।
৩. প্রোবেশন সময়কালঃ
প্রাথমিকভাবে আপনার চাকরির মেয়াদ ৩ মাস প্রোবেশন হিসেবে গণ্য হবে। এ সময়কালে আপনার কর্মদক্ষতা ও আচরণ সন্তোষজনক হলে চাকরি স্থায়ী হতে পারে, অথবা কতৃপক্ষ আপনার প্রোবেশন পিরিয়ড বৃদ্ধি করে আরও একবার সুযোগ দিতে পারে।
৪. কর্মঘণ্টাঃ
প্রতিদিন সকাল ৯ টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত এবং সপ্তাহে ৬ দিন অফিস করতে হবে। প্রয়োজনে অতিরিক্ত সময় কাজ করতে হতে পারে।
আকর্ষণীয় আয়ের উপায় (How to attarvtive income)
Collection |
|
|
|
|
|
Staffs Commission |
||
Sl No. |
Designation |
Target ID |
Achive ID/Month |
Min'm BID for |
PID |
Rate/ID |
% |
Amount |
|
|
|
At Actual |
20% |
80% |
|
|
|
1 |
Executive Officer |
60 |
60 |
12 |
48 |
750 |
41% |
18,450 |
2 |
Manager |
720 |
720 |
144 |
576 |
750 |
9.30% |
50,220 |
3 |
AGM |
8,640 |
8,640 |
1,728 |
6,912 |
750 |
2.25% |
145,800 |
4 |
GM |
103,680 |
103,680 |
20,736 |
82,944 |
750 |
1.20% |
933,120 |
5 |
ED |
1,244,160 |
1,244,160 |
248,832 |
995,328 |
750 |
0.25% |
2,332,800 |
Our Proud Members
Today's Members
Business Members
Personal Members
All Members
Our Management
Our valuable Management
আইডি রেজিশট্রেসন শর্তাবলী ও সার্ভিস রুল (ID Registration & Terms of Services)
আইডি রেজিশট্রেসনের জন্য নিম্ম শর্তাবলী মেনে আইডি রেজিশট্রেসন করতে হবে এবং সার্ভিস রুল মেনে চলতে বাধ্য থাকবে। আইডি দুই প্রকার।
১। পিআইডি (PID),ব্যক্তিগত তথ্য সংরক্ষণাগার এবং শাম’স এর সকল সেবা উপকারভোগী।
২। বিআইডি (BID),ব্যক্তিগত তথ্য, কর্মক্ষেত্র ও কর্মসংস্থান সংরক্ষণাগার এবং ‘শামস’ এর সকল সেবা উপকারভোগী, কমিশন ভিত্তিক কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্ত একজন এক্সিকিউটিব অফিসার।
২.১। পিআইডি (PID)হোল্ডারগণ বর্তমান ঠিকানা এবং বিআইডি (BID)হোল্ডারগণ কর্ম এলাকা যোগ করে রেজিস্ট্রেশন করবে।
২.২।সকল বিআইডি (BID) এবং পিআইডি (PID)হোল্ডারগণ ‘শামস’ এর সকল সেবা সার্বজনীন উপকারভোগ করার জন্য 750/= প্রদান করে রেজিস্ট্রেশন অন্তর ভুক্ত হইতে হবে।
২.৩।নিয়োগ প্রাপ্ত এক্সিকিউটিব অফিসার ও প্রমোশন প্রাপ্ত অফিসারদের কর্ম দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষন ফী প্রদান সাপেক্ষে প্রশিক্ষন দেয়া হবে এবং কোম্পানির শর্তাবলী সময় উপযোগী পরিবর্তনীয় এবং সংশোধীত সকল নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
২.৪। প্রশিক্ষন ফি ছাড়া সকল প্রকার পেমেন্ট অন লাইনে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষন ফি, প্রশিক্ষন কেন্দ্রে এসে ক্যাশ মেমর মাধ্যমে হিসাব শাখায় পরিশোধ করতে হবে,আন্যথায় কর্তিপক্ষ দ্ধায়ী থাকবে না।
২.৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট https://www.sams24bd.org/ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন এবং প্রয়োজনে ফোন করুন-Hotline +880 1865 052 450, +880 1711 225 230
Gallery
Pride of Bangladesh
আইডি রেজিশট্রেসন করে “শামস” এর একজন গর্ভিত সদস্য হউন
আইডি রেজিশট্রেসনের জন্য নিম্ম শর্তাবলী মেনে আইডি রেজিশট্রেসন করতে হবে এবং সার্ভিস রুল মেনে চলতে বাধ্য থাকবে। আইডি দুই প্রকার।
১। পিআইডি (PID),ব্যক্তিগত তথ্য সংরক্ষণাগার এবং শাম’স এর সকল সেবা উপকারভোগী।
২। বিআইডি (BID),ব্যক্তিগত তথ্য, কর্মক্ষেত্র ও কর্মসংস্থান সংরক্ষণাগার এবং ‘শামস’ এর সকল সেবা উপকারভোগী, কমিশন ভিত্তিক কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্ত একজন এক্সিকিউটিব অফিসার।
২.১। পিআইডি (PID)হোল্ডারগণ বর্তমান ঠিকানা এবং বিআইডি (BID)হোল্ডারগণ কর্ম এলাকা যোগ করে রেজিস্ট্রেশন করবে।
২.২।সকল বিআইডি (BID) এবং পিআইডি (PID)হোল্ডারগণ ‘শামস’ এর সকল সেবা সার্বজনীন উপকারভোগ করার জন্য 750/= প্রদান করে রেজিস্ট্রেশন অন্তর ভুক্ত হইতে হবে।
২.৩।নিয়োগ প্রাপ্ত এক্সিকিউটিব অফিসার ও প্রমোশন প্রাপ্ত অফিসারদের কর্ম দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষন ফী প্রদান সাপেক্ষে প্রশিক্ষন দেয়া হবে এবং কোম্পানির শর্তাবলী সময় উপযোগী পরিবর্তনীয় এবং সংশোধীত সকল নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
২.৪। প্রশিক্ষন ফি ছাড়া সকল প্রকার পেমেন্ট অন লাইনে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষন ফি, প্রশিক্ষন কেন্দ্রে এসে ক্যাশ মেমর মাধ্যমে পরিশোধ করতে হবে,আন্যথায় কর্তিপক্ষ দ্ধায়ী থাকবে না।
২.৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট https://www.sams24bd.org/ অথবা ফোন করুন- Hotline +880 1865 052 450, +880 1711 225 230
History of SAMS
কোরআনের পাতা থেকে সুরা আল ইন ফিতার,আয়াত ১০। আল্লাহ্ সুবহানাল্লাহু তায়ালা তার চিরস্থায়ী বা ইউনিভার্সাল সংরক্ষণাগারের বিষয়ে বলেছেন, নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগন রয়েছে অর্থাৎ তোমাদের কর্মবিধি লিপিবদ্ধ করার জন্য কেরামন কাতেবিন নিযুক্ত আছেন।সুত্র-আল-বায়ান।
ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে পুরোপুরি অবগত।এ সম্পর্কে সূরা কাহাফের ৪৯ নং আয়াতে বলা হয়েছে, কেয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে তাদের সামনে যে আমলনামা পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোন একটি কাজও অলিখিত নেই। যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমনিভাবেই তাদের সামনে আনা হয়েছে। সুত্র-কুরতুবী। এই আয়াত দ্বয়ের ব্যখ্যায় প্রমানিত আল্লাহর সংরক্ষনাগারই শ্রেষ্ঠ এবং আল্লাহ্ই সর্ব শ্রেষ্ঠ সংরক্ষক,ইহাই ইউনিভার্সাল সংরক্ষনাগার এবং এটাই History of ‘SAMS’ বা ‘শামস’এর ইতিহাস। এই ইতিহাসের ভিত্তিতেই ‘শামস’এর সৃষ্টি এবং এই ইতিহাসের অনুকরণ ও অনুস্বরনেই ‘শামস’পরিচালিত হবে ইনশায়াল্লাহ।
কোম্পানির গোপনীয়তা নীতির শর্তাবলী-Terms & Conditions of Privacy Policy
কোম্পানির গোপনীয়তা নীতির শর্তাবলী (Terms of the Company’s Privacy Policy) যেখানে বলা থাকে সকল কর্মচারী ও সংশ্লিষ্ট সকল পক্ষের জন্য বাধ্যতামূলক।
1. ভূমিকা
1.1 এই নীতিমালার শর্তাবলী গ্রাহক, কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারদের ব্যক্তিগত ও সংবেদনশীল তথ্য সুরক্ষার জন্য প্রণীত। 1.2 কোম্পানির গ্রাহক, কর্মচারী ও ব্যবসায়িক অংশীদারগ্ণ সকল প্রকার তথ্যের গোপনীয়তা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ এবং বাধ্য থাকবে।
2. তথ্য সংগ্রহ ও ব্যবহার
2.1 শুধুমাত্র প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।
2.2 ব্যক্তিগত তথ্য কেবল অনুমোদিত কাজে ব্যবহার করা হবে।
2.3 অনুমতি ছাড়া কোনো তথ্য শেয়ার করা যাবে না।
আইডি রেজিশট্রেসন শর্তাবলী ও সার্ভিস রুল- ID Registration Terms & Service Rules
আইডি রেজিশট্রেসনের জন্য নিম্ম শর্তাবলী মেনে আইডি রেজিশট্রেসন করতে হবে এবং সার্ভিস রুল মেনে চলতে বাধ্য থাকবে। আইডি দুই প্রকার।
১। পিআইডি (PID),ব্যক্তিগত তথ্য সংরক্ষণাগার এবং শাম’স এর সকল সেবা উপকারভোগী।
২। বিআইডি (BID),ব্যক্তিগত তথ্য, কর্মক্ষেত্র ও কর্মসংস্থান সংরক্ষণাগার এবং ‘শামস’ এর সকল সেবা উপকারভোগী, কমিশন ভিত্তিক কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্ত একজন এক্সিকিউটিব অফিসার।
২.১। পিআইডি (PID)হোল্ডারগণ বর্তমান ঠিকানা এবং বিআইডি (BID)হোল্ডারগণ কর্ম এলাকা যোগ করে রেজিস্ট্রেশন করবে।
২.২।সকল বিআইডি (BID) এবং পিআইডি (PID)হোল্ডারগণ ‘শামস’ এর সকল সেবা সার্বজনীন উপকারভোগ করার জন্য 750/= প্রদান করে রেজিস্ট্রেশন অন্তর ভুক্ত হইতে হবে।
২.৩।নিয়োগ প্রাপ্ত এক্সিকিউটিব অফিসার ও প্রমোশন প্রাপ্ত অফিসারদের কর্ম দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষন ফী প্রদান সাপেক্ষে প্রশিক্ষন দেয়া হবে এবং কোম্পানির শর্তাবলী সময় উপযোগী পরিবর্তনীয় এবং সংশোধীত সকল নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
২.৪। প্রশিক্ষন ফি ছাড়া সকল প্রকার পেমেন্ট অন লাইনে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষন ফি, প্রশিক্ষন কেন্দ্রে এসে ক্যাশ মেমর মাধ্যমে হিসাব শাখায় পরিশোধ করতে হবে,আন্যথায় কর্তিপক্ষ দ্ধায়ী থাকবে না।
২.৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট https://www.sams24bd.org/ অথবা নিয়োগ বিজ্ঞপ্তি টি দেখুন এবং প্রয়োজনে ফোন করুন- Hotline +880 1865 052 450, +880 1711 225 230
Our Presence
SAMS Social Services & Marketing Co.
50/6/2, West Hazipara
Dhaka - 1217, Bangladesh.
Hotline +880 1711 225 230





































