এক্সিকিউটিব অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি
আপনি কি আপনার বর্তমান কাজের পাশাপাশি বাড়তি উপার্জনের কথা ভাবছেন অথবা ফুল টাইমার,তাহলে আজই নিচের নিয়োগ বিজ্ঞাপনটি দেখুন এবং website এর অপশন Be a SAMS’S Proud member-এ যেয়ে সদস্যপদ রেজিশট্রেসন করে একজন গর্বিত সাধারন সদস্য(PID) অথবা এক্সিকিউটিব অফিসার (BID) হয়ে যান। সমাজকর্ম ও সমাজ বিপ্লবের ক্ষেত্র হিসাবে সারা দেশব্যাপী তথ্য,শিক্ষা ও স্বাস্থ সেবা প্রদানের ক্ষেত্র তৈরির লক্ষে,আমরা আঠারো কোটি জনসংখ্যার মধ্যে ৩০% অর্থাৎ কম বেশী পাচ কোটি সদস্যপদ (Membership) সংগ্রহ করব ইনশাআল্লাহ্। তার ধারাবাহিকতায় প্রথম পর্যায় মার্কেটিং বেইজ, টার্গেট পুরনে কমিশন ভিত্তিক অর্জিত মাসিক আয়ের উপর বিত্তি করে কোম্পানির নিয়মানুযায়ী বেতন ও বোনাসে ঢাকা জেলার অন্তরভুক্ত রাজধানী ঢাকার ৫০টি থানা ও রাজধানীর বাহিরে পাঁচটি উপজেলায় কম বেশী দুই কোটি জনসংখ্যার মধ্যে ৩০% সদস্যপদ সংগ্রহ করার লক্ষে, বাংলাদেশী নারী/পুরুষের কাছ থেকে নিম্ম শর্ত সাপেক্ষে সাধারন সদস্য (PID) ও এক্সিকিউটিব অফিসার (BID) নিয়োগের আহবান করছি। উল্লেখ্য থানার বিআইডি হোল্ডারদের প্রথম ক্রমধারা হতে যোগ্যতা সম্পন্নকে কতৃপক্ষের সিদ্বান্ত মোতাবেক থানার, প্রয়োজনে জেলা ও ভিবাগের দ্বায়ীত্বশীল নিযুক্ত করা হবে এবং তিনিই হতে পারেন এই চ্যনেলের সর্বোচ্চ অর্জনকারী এক্সিকিউটিব ডিরেটর,এখানে আরও উল্লেখ্য কর্মকর্তাদের পদায়ন, প্রমোশন,প্রয়োজনে ট্রান্সফার এবং কোন বিতর্কের চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা কতৃপক্ষ সংরক্ষণ করে।
শর্তাবলী-
ক।এক্সিকিউটিব অফিসার(BID)এর জন্য শিক্ষাগত যোগ্যতা অনার্স,মাস্টার্স/সমমান,বিশেষ ক্ষেত্রে অনার্স/সমমান এবং সাধারন সদস্য পদের (PID)জন্য শিক্ষাগত যোগ্যতার কোন শর্ত/বার নেই।
খ।
১। ম্যানেজার
২। এ,জি,এম
৩। জি,এম
৪। ইডি
এক্সিকিউটিব অফিসার থেকে প্রমোশনের মাধ্যমে নিয়োগ দেয়া হবে। আপনি যদি মনে করেন এক্সিকিউটিব অফিসার পদটির জন্য আগ্রহী এবং যোগ্য, তা হলে আপনিই পেতে পারেন আপনার জীবনের একটি স্বর্ণালী সুযোগ এবং এটাই হতে পারে আপনার সপ্ন পুরনের নূতন সিড়ি। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট https://www.sams24bd.org/ এবং ওয়েবসাইট যেয়ে রেজিসট্রেশন ফর্ম টি পুরন করে একজন গর্বিত সদস্য ও এক্সিকিউটিব অফিসার হয়ে যান, উল্লেখ্য শিক্ষাগত যোগ্যতাসহ যে কোন তথ্য প্রদানে গরমিল পরিলক্ষিত হলে এবং কাজে অযোগ্য প্রমানিত হলে, বিনা নোটিশে অপসারন করার ক্ষমতা কতৃপক্ষ সংরক্ষণ করে। রেজিসট্রেশনের জন্য বিস্তারিত জানতে ফোন করুন- Hotline +880 1865 052 450, +880 1711 225 230