একটি ডাক্তার প্যনেল নিয়োগ বিজ্ঞপ্তি
“শামস” সোশ্যাল সার্ভিসেস এন্ড মার্কেটিং কোং এর সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান SAMS Health Care Center & SAMS Virtual Health Care Services এ সমাজকর্ম ও সমাজ বিপ্লবের ক্ষেত্র হিসাবে সারা দেশব্যাপী Virtual Health Care Services চালু করে গ্রাম গঞ্জ পর্যন্ত সাধারন মানুষের দোরগোড়ায় ,নাম মাত্র মুল্যে স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়ার লক্ষে মানবতার বন্ধু ডা:ভাই ও বোনদেকে বিশেষ সম্নানী প্রদান সাপেক্ষে একটি প্যানেল তৈরির উদ্বেগ নিচ্ছে ।এই প্যানেলে অন্তর্ভুক্তি হয়ে সাধারন মানুষের স্বাস্থ্য সেবা প্রদানের জন্য হ্রদয়বান ডা; ভাই ও বোনদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি, আসুন আমরা দেশ ও মানবতার সেবায় ব্রতী হয়ে জান্নাতের রাস্তা তৈরি করি এবং অনন্ত ও অনাধি কাল স্রষ্টার সান্নিন্ধ্য লাভ করি।আগ্রহী ডা:ভাই ও বোনরা বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট https://www.sams24bd.org/ এবং এখনই নিবন্ধন করুন ই-মেইল sams25bd.org প্রয়োজনে বিস্তারিত জানতে ফোন করুন- Hotline +880 1865 052 450, +880 1711 225 230. বিঃদ্রঃ ইন্টার্ন শেষকৃত ডাঃ গন আবেদন করতে পারেন।