আইডি রেজিশট্রেসন করে “শামস” এর একজন গর্ভিত সদস্য হউনঃ
আইডি রেজিশট্রেসনের জন্য নিম্ম শর্তাবলী মেনে আইডি রেজিশট্রেসন করতে হবে এবং সার্ভিস রুল মেনে চলতে বাধ্য থাকবে। আইডি দুই প্রকার।
১। পিআইডি (PID),ব্যক্তিগত তথ্য সংরক্ষণাগার এবং শামস এর সকল সেবা উপকারভোগী।
২। বিআইডি (BID),ব্যক্তিগত তথ্য, কর্মক্ষেত্র ও কর্মসংস্থান সংরক্ষণাগার এবং ‘শামস’ এর সকল সেবা উপকারভোগী, কমিশন ভিত্তিক কর্মসংস্থানে নিয়োগ প্রাপ্ত একজন এক্সিকিউটিব অফিসার।
২.১। পিআইডি (PID)হোল্ডারগণ বর্তমান ঠিকানা এবং বিআইডি (BID)হোল্ডারগণ কর্ম এলাকা যোগ করে রেজিস্ট্রেশন করবে।
২.২।সকল বিআইডি (BID) এবং পিআইডি (PID)হোল্ডারগণ ‘শামস’ এর সকল সেবা সার্বজনীন উপকারভোগ করার জন্য 750/= প্রদান করে রেজিস্ট্রেশন অন্তর ভুক্ত হইতে হবে।
২.৩। নিয়োগ প্রাপ্ত এক্সিকিউটিব অফিসার ও প্রমোশন প্রাপ্ত অফিসারদের কর্ম দক্ষতা তৈরির জন্য প্রশিক্ষন ফী প্রদান সাপেক্ষে প্রশিক্ষন দেয়া হবে এবং কোম্পানির শর্তাবলী সময় উপযোগী পরিবর্তনীয় এবং সংশোধীত সকল নিয়ম কানুন মেনে চলতে বাধ্য থাকবে।
২.৪। প্রশিক্ষন ফি ছাড়া সকল প্রকার পেমেন্ট অন লাইনে পেমেন্ট করতে হবে। শুধুমাত্র প্রশিক্ষন ফি, প্রশিক্ষন কেন্দ্রে এসে ক্যাশ মেমর মাধ্যমে পরিশোধ করতে হবে,আন্যথায় কর্তিপক্ষ দ্ধায়ী থাকবে না।
২.৫। বিস্তারিত জানতে ভিজিট করুন ওয়েবসাইট http;//www.sams24bd.org অথবা ফোন করুন- Hotline +880 1865 052 450, +880 1711 225 230