শামস’স টার্মস অব সার্ভিস (SAMS’S Terms of Services)
টার্মস অব সার্ভিস কি (Terms of Servic) ?
টার্মস অব সার্ভিস বলতে কোনো কোম্পানির, ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহার করার জন্য তাদের নির্ধারিত শর্তাবলী ও নিয়মকানুনের তালিকা।অর্থাৎ, আপনি যখন কোনো ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, অনলাইন শপ বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন, তখন সেই প্রতিষ্ঠানের দেওয়া নিয়মগুলো মানতে হয়। সেই নিয়মগুলোকেই বলে Terms of Service.
টার্মস অব সার্ভিস এর শর্তাবলীঃ
১। কীভাবে ব্যবহার করবেন – ব্যবহারকারীকে কী করতে হবে আর কী করা যাবে না।
২।কম্পানির অধিকার – সেবার শর্তাবলীতে পরিবর্তন আনা, বন্ধ করা বা অ্যাকাউন্ট ব্লক করার অধিকার।
৩।ব্যবহারকারীর দায়িত্ব – ভুয়া তথ্য না দেওয়া, অন্যের ক্ষতি না করা।
৪। তথ্য ও গোপনীয়তা – আপনার দেওয়া ডেটা কিভাবে ব্যবহার হবে।
৫।আইনি বিষয় – কোনো সমস্যা হলে সমাধানের জন্য আইনি ব্যবস্থা নেয়া।