History of SAMS
কোরআনের পাতা থেকে সুরা আল ইন ফিতার,আয়াত ১০। আল্লাহ্ সুবহানাল্লাহু তায়ালা তার চিরস্থায়ী বা ইউনিভার্সাল সংরক্ষণাগারের বিষয়ে বলেছেন, নিশ্চয় তোমাদের উপর সংরক্ষকগন রয়েছে অর্থাৎ তোমাদের কর্মবিধি লিপিবদ্ধ করার জন্য কেরামন কাতেবিন নিযুক্ত আছেন।সুত্র-আল-বায়ান।
ফেরেশতারা প্রত্যেক ব্যক্তির প্রত্যেকটি কাজ সম্পর্কে পুরোপুরি অবগত।এ সম্পর্কে সূরা কাহাফের ৪৯ নং আয়াতে বলা হয়েছে, কেয়ামতের দিন অপরাধীরা অবাক হয়ে দেখবে তাদের সামনে যে আমলনামা পেশ করা হচ্ছে তার মধ্যে তাদের ছোট বড় কোন একটি কাজও অলিখিত নেই। যা কিছু তারা করেছিল সব হুবহু ঠিক তেমনিভাবেই তাদের সামনে আনা হয়েছে। সুত্র-কুরতুবী। এই আয়াত দ্বয়ের ব্যখ্যায় প্রমানিত আল্লাহর সংরক্ষনাগারই শ্রেষ্ঠ এবং আল্লাহ্ই সর্ব শ্রেষ্ঠ সংরক্ষক,ইহাই ইউনিভার্সাল সংরক্ষনাগার এবং এটাই History of ‘SAMS’ বা ‘শামস’এর ইতিহাস। এই ইতিহাসের ভিত্তিতেই ‘শামস’এর সৃষ্টি এবং এই ইতিহাসের অনুকরণ ও অনুস্বরনেই ‘শামস’পরিচালিত হবে ইনশায়াল্লাহ।